বললো কি শেষ!
======================@@@

বলছি কি ভাই সেদিন দেখি
চোখ হারা এক কোণা ব্যাঙ,
হাত বাড়ালেই রাগ করে খুব
গর্ত থেকেই মারছে ল্যাং।

লাঠি এনে কই দি’ গুঁতো
’ব্যাপারটা কি উঠ দিকি!’
উল্টে গিয়েও বললো কি শেষ
’রাখছি পেটে দুই সিকি!’

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৮/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন