বলবো নাকি!
=============================@@@
সেদিন দেখি ভর দুপুরে পাকুড় তলে আধ ছায়ে,
যায় না বোঝা বদ্যি দাদু ক্যান হাসে মুখ চটকায়ে।
বের করে জিভ অমনি টানে শীঘ্র ঘসে সিক্ত ভাল,
আবার হাসে খিল খিলিয়ে খামচে ধরে ঢিল দু’গাল।
গোমড়া রূপে হাসতে কাশে ঊর্ধ্বে তুলে ঠোঁটের পাত,
ক্যামনে বুঝি ক্যান সে করে আঁখির সাথে ফের আঁতাত!
’থাক না’ ভেবে চলেই গেলাম বিরল এ সুখ বরকতে,
বলবো নাকি! জানছি ছিলো হাড় বিঁধে তার দন্ততে।
=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৪/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন