বল হে মনা!
======================@@@

মান যাতে নেই ফায়দা কিছু
ব্যস্ত রাখিস চা’য়,
ভাই যে মরে ফিলিস্তিনে
কোথায় রে তোর দায়!

মূল্য কি দিস আকসা কাবার
ক্ষণিক রেখে খোঁজ!
বিবেক ভেবে মাংস ঘি দই
চেটেই খুশি রোজ।

না চিনলে দম মরণ কালে
নুন হা আলিফ জীম,
ডাক কি দিবে বল কোনদিন
হাট্টিমা টিম টিম!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৬/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন