বোধ
===========================@@@

কোথায় চলেছো কেঁদে নীড় হারা পাখির মতোন!
বলীর আসরে যারা ছালে-গালে দামি
তোমারে অলীক মেনে ডেকে বুঝি করে না যতন?

ক্ষোভে যদি সাজো ঝরা কলি -
রবে কি এ ধারে ভাবো জেগে বাসনাতে
ফুটন্ত পুষ্পের ঘ্রাণ বুকে পেতে কোনখানে অলি!

খাতির সুখ্যাতি যতো গানে-মানে মনুষ্যের দ্বার
স্বভাবে নয় কে বলো বলী?
দিবার তনুও বয় অমানিশা গড়ে সংহতি -
তবু তুমি জ্যোতি।

সুদূরে ওই যে দ্যাখো বাগে পেয়ে অকূলের তরী
লহরি ও স্রোত রূপে কতোটা মাতাল,
ধরেছো তুমিই বলে দৃঢ় হাতে মোস্তফার হাল।

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৪/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন