টুকরো কথা -৭৩ (বোবা ছেলেটির কথা)
===========================@@@
বোবা ছেলেটি ময়না পুষে বিশ্বাস করেছিলো
অন্তরের অস্ফুট যন্ত্রনা বুঝে
একদিন ঠিক গেয়ে উঠবে (তার হয়ে)
’আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি!’
যেদিন প্রতীক্ষার অবসান হলো -
রাগ করে ও’ ভেঙে ফেলে যত্নের দুয়ার
ভিন্ন ভাষার সুর পেয়ে পোষ্যের সম্ভ্রম হারা চঞ্চুতে।
তারপর?
আর খুঁজেনি পিছন ফিরে -
পূর্ণ নাকি শূন্য র’লো খাঁচার অন্তঃসার।
ঘটনাটিও বলেনি কাউকেই
শুধু মৃত্যুর আগে ক’টা কথা লিখে যায়
ভবিষ্যত প্রজন্মের জন্য -
’এহেন স্বভাবধারী ছিলো আছে এবং থাকবে
মিলেমিশেই চলো/ গেয়ো তোমরা এক তালে,
অনুরোধ রইল - কষ্মিন কালেও নিও না এদের
পলাশীর আম্রকাননে!’
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০১/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন