অটল বিশ্বাসে -
একাধিক কক্ষ বিশিষ্ট বাসা বুনে বাবুই
তালগাছে।

অনির্বাণ বলে গুপ্ত সোনালি কাবিন
মৃত্তিকাতেই ফিরে অম্বুদ।

যেখানে যেরূপেই থাকুক না কেন
সমাধানে -
বিশ্বাস চির বিশ্বাসমুখী।
.
.
.
যদি না তা হয়ে উঠে
নির্বোধ ছাত্রের কষা সিঁড়ি ভাঙা সরল অংক!