টুকরো কথা -৪২ (বিরানের ধারে)
=============================@@@
প্রকৃত মালিক নাকি কবেই গেছে কালো গহ্বরে -
এ’ এক বিরান গৃহ!
মূল্য না পেয়ে ছিন্ন করেছে পলেস্তারার সখ্যতা -
ভুঁই ফোঁড় বাতাস।
চৌচির গাত্র বেয়ে উঠলেও সর্প জিভ রূপী বীরুৎ ,
এদেরকে মানতে চায় না কেউ -
বাসিন্দা।
নিজ নাম জারি করতে না পেরে হাল খতিয়ানে,
তপ্ত শ্বাস রচে ক’টা ভূমিহীন চড়ুই -
ঘুলঘুলিতে।
অথচ এ’ গৃহের এখনও (ওয়ারিশ সূত্রে) মালিক -
এক ভূত।
মুখ পোড়া ভূত
চোখ পোড়া ভূত
বুক পোড়া ভূত
নিশ্চয় দেখতে পায় না বলেই আসা দর্শনার্থীরা,
অবাক দৃষ্টি ছুঁড়ে বলে যায় বারে বারে -
কি অদ্ভুত! কি অদ্ভুত!
=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/১১/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন