বিনয়ের গান (গীতিকাব্য)
======================@@@
মাওলা তোমার দুনিয়াতে
কোথায় গো নেই ধুল কাদা?
মরার আগে মরলো যেজন
কাফন রেখো তার সাদা!
দোর বা ঘরের সখ্যতাতে
একটু দেখো ঘুরি,
দিন-রজনী চলছে যতো
কাদাই ছোঁড়াছুঁড়ি।
শীর্ণ গা যার জ্বর ছাড়ে না
মণ্ডা খেতে সেও হারে না
কই কি আমি তোমায় ভেবে থাক দাদা?
মরার আগে মরলো যেজন
কাফন রেখো তার সাদা!
রীতি নীতির গাত্রে কাদা
মিষ্টি কথার গিটে,
নেই কি কাদা লক্ষ্য পণে
ভজন ধ্যানের পিঠে!
সেও টলে না তপ্ত জলে
সূর্যটা যার অস্তাচলে
চাই কি আমি তোমায় ভেবে ঝাল আদা?
মরার আগে মরলো যেজন
কাফন রেখো তার সাদা!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৬/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন