বিমূর্ত অবগাহন
=============================@@@

অনেকটা পথ একা সেথা যেতে দিতে হয় পাড়ি
চিংড়ি বাহনে চড়ে,
যেখানে দাঁড়ালে চেনা গোধূলির সূর
অবয়বে আসে এ নজরে।
আজব আকাশ এক
সেই যে বলাকা চিল উড়েছিলো কবে শেষবার,
ভালোবেসে ফিরেনিকো আর।
পাশেই চলেছে বয়ে জোয়ারে সে নদী,
ফুরায়ই না স্রোত যার প্রখরতা ক্ষয়ে
হাঁসফাঁসে ঢেউ নিরবধি।

সঙ্গোপনে কেন যাই নিতি সেথা বিকেলের শেষে
কাঁধে নিয়ে ঝুলি?
হয়তো বা বলে কেউ ডেকে বারে বারে
এসো হে আঁকবে বসে ফড়িঙের
তাজা কোলাকুলি!

তুলির আঁচড়ে জাগে অগোছালো ধড়ফড়ে মেঘ
থাকতে পারি না আর চুপ,
ধুয়ে মুছে নিতে যতো বেপরোয়া বেদনার রঙ
হাঁটুজলে নেমে দিই ডুব,
তারপর সয়ে ক’টা বাজ -
অবাক দু’চোখে দেখি নাতিদূরে চেয়ে
কেমনে বিলীন হয় রিক্ত এক বর্ষণ মুখর সাঁঝ।

=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন