এলো না সে!
বিহান থেকেই আছি অপেক্ষায় বসে
আসে ট্রেন ভিড়ে যায় ছাড়ি,
তখন প্রদীপ্ত শ্বাস রূপে স্লেজগাড়ি।
কর্কশ ঘন্টা আর প্লাটফর্মের থাম,
ওরাই কি এনে দেয় অবয়ব গা'য়
ব্যস্ততার নাগরিক ঘাম?

'আসবেই' -
বললো ভাবছো কেন বৃথা এ' মাশুল!
দ্বিপ্রহরে ঝরে ধুলে লালে লাল কৃষ্ণচুড়া ফুল।
অথচ কোকিল ক্ষয়ে গান,
চাক্ষুষেই যেন হলো রূপান্তরে
বাক্য হারা ভুষণ্ডির প্রাণ।

দিগন্ত পেরিয়ে যায় সূর,
দল বেঁধে ধেয়ে এলে তম'র বাছুর।
স্তব্ধ আকাশের ওই নক্ষত্র কি হারায়েছে দিশে?
তবুও তো এলো না সে!
সময়টা এখন এহেন,
ত্বরিতই ভিড়বে এসে প্লাটফর্মে নিশুতির ট্রেন।