স্বভাবে বিক্ষত কথা বড় অগোছালো
আন্ধার নিশীথে ওরা হুতোমের জ্বলজ্বলে মণি,
ওরা হাসে ওরা কাঁদে, ওরা ফিরে চায় সুর
উছল নদীতে হয়ে নিশুতির কুলু কুলু ধ্বনি।

নিঃসঙ্গ বদনে ওরা পত্রহারা পাকুড়ের ভাষা
মেঘে ঢাকা চন্দ্রিমার উঁকি,
রোদনে বাঞ্ছিত দৃষ্টি যেচে ফিরে ওরা
যেমন আলোক খুঁজে তমসায় নত সূর্যমুখী।

জ্যোৎস্নার তরে ওরা চকোরের শ্বাস
খাগড়ার ঝাড়ে থাকে বেনোজলে ডাহুকেরা মেতে,
কখনো অশ্রুর ঘাতে হয়ে কক্ষচ্যুত
আহত নক্ষত্র রূপে ঝরে নামে আমনের ক্ষেতে।