বিধাতার পদে চাও স্বর্গ? (অণু)
====================@@@

আমরণ রুখে ভুখ
   নিভৃতে ভুলে দুখ
      আহরণে চিরসুখ
         বিধাতার পদে চাও স্বর্গ?

দু’ক্ষণের প্রণিপাতে
   স্বার্থের কষাঘাতে
      মোহ মায়া হাতড়াতে
         আপনারে বানিও না খড়গ!

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৫/২০২৩ইং।




@বোরহানুল ইসলাম লিটন