বিচার করো সাঁই!
ধন রূপে যা ভান্ডে মজুদ
রত্ন রুধির চাঁই -
আজ তা কেন মূল্যে-মানে নাই?
তখন আঁখির মাস,
হেম সেজে এই বক্ষে এলো
বসন্ত বিলাস।
স্বরলিপির ছড়াছড়ি
চশমা চিঠি ঘন্টা ঘড়ি
বিজন বাটে রাই -
আজ তা কেন মূল্যে-মানে নাই?
তাগড়া মেঘের দল,
যেচেই দিলো স্বপ্ন আশা
আস্থাও নির্মল।
ক্ষিপ্ত বাজের চিমটি চাপন
দীপ্ত কতো ভাষার কাঁপন
স্নিগ্ধ বায়ুর ঘাই -
আজ তা কেন মূল্যে-মানে নাই?