ভুলো দাদুর কথা
======================@@@
শোন শোন দাদু ভাই
পালাস্ নে ছি!
জানি জানি বলবে যে
ঘটনা তা কি -
’গেছি সবে বট তলে
ছেড়ে ছাগ চরে,
ঝাঁপ দিয়ে লাল পাখি
মাছ খেলো ধরে।’
বলিস্ কি একদম!
জানালো কে ভোলা?
ধেত্তেরী! এই নিয়ে
তেরো হলো বলা।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন