ভুলের কূল
=======================@@@

যাও হে কেন ছটফটে লোর
অনুতাপে ছেঁটে?
শিক্ষা নিয়ে ভুল থেকে আজ
সামনে চলো হেঁটে!

হয় না জেনো ধ্যানে মানুষ
ফেরেশতাদের তুল,
সাবধানে ধাপ রাখে যে জন
তারও থাকে ভুল।

ভুলের ভুলে বুক যার হলো
ভুলের অটল গিরি?
তার তো জাগে দু’ হাত দূরে
সফলতার সিঁড়ি!

=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৬/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন