ভুলেও ভেবো না! (অণু)
============================@@@
যার দেয়া ঘাতে হারায়েছো তুমি চিরতরে কিছু হাসি,
ভুলেও ভেবো না অন্তর থেকে
তোমাকে সে কভু বলেছিলো ডেকে
’আমি হে বন্ধু সত্যিই তোরে খুব বেশী ভালোবাসি!’
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০৬/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন