টুকরো কথা -৪৫ (ভালোবাসি বলে)
==========================@@@

ভালোবাসি বন্ধু -
ভালোবাসি আমি তোকে!
খুব ভালোবাসি বলেই -
মাঝে মাঝে ভাবনার দুয়ারে হই
সত্যান্বেষী সাধক -

বিশেষ করে যখন দেখি
কালো চশমা পরিহিত ছবি
ফেসবুকে আপলোড করে লিখে দিয়েছিস -
’ফজরের নামাজ শেষে -------!’

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন