ভাবনার অতলে
==========================@@@

কালের বদনে কাল বিবর্তনে মেতে
নিত্যই চলেছে এঁকে নবরূপী নব নব রেখা,
দেখেও একলা ভাবি কল্পনার রথে
সেই মেঠো পথে
পূর্বের মতোন তার একবার পাবো না কি দেখা!

জীবনটা যদি হতো দিবসের পণ?
হারিয়ে গেলেও সব নিয়মের ফেরে
রজনীর ঘেরে
নিশ্চয় সুরুজ উঠে পূবাকাশে ফিরাতো চেতন!

==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন