ভাবি বসে সাঁই!
আমার মতো বুদ্ধু-বোকা
কোত্থাও কেউ নাই।
বোধেরই আকাল
বুঝি না তাই হাল
কার পুকুর কে কোন কারণে
নিত্যি পাতে জাল।
কার চুলা কার মসলা পাটা
রান্ধে কে মাছ খায় কে কাঁটা
কার জিহ্বা সয় ঝাল -
বোধেরই আকাল
বুঝি না তাই হাল।
দাও দু'চরণ সাঁই!
আমার মতো বুদ্ধু-বোকা
কোত্থাও কেউ নাই।
অপূর্ব একটা জীবন যন্ত্রণার বাস্তব কবিতা।
এমন মানুষ খাঁটি সেজন
আমিও তারে চাই।
ভালো থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।
অসাধারণ। প্রিয় কবি কবিতা নয় এটা। তুলিতে আঁকা ছবি।
নিজে বোকা বুদ্ধ সেজে থাকা ছাড়া আছে কি আর কোন উপায়?
আবেগঘন অসাধারণ বিরহের কাব্য।
আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
প্রিয় কবি'কে ফাগুনের একরাশ ফুলেল শুভেচছা।