ভাবি বসে সাঁই!
আমার মতো বুদ্ধু-বোকা
কোত্থাও কেউ নাই।

বোধেরই আকাল
বুঝি না তাই হাল
কার পুকুর কে কোন কারণে
নিত্যি পাতে জাল।

কার চুলা কার মসলা পাটা
রান্ধে কে মাছ খায় কে কাঁটা
কার জিহ্বা সয় ঝাল -
বোধেরই আকাল
বুঝি না তাই হাল।

দাও দু'চরণ সাঁই!
আমার মতো বুদ্ধু-বোকা
কোত্থাও কেউ নাই।