ভাবি বসে গাছতলে (চতুষ্পদী)
============================@@@

দুই পেঁচকের ঝগড়া শুনে ভাবি বসে গাছ তলে,
আমরা কেন ছিলাম মেতে বাদুর সাজার কোন্দলে!
হতাম যদি নীল গগনে তুমি আমি চাঁদ তারা,
ঘোর কি দেখে অক্ষি যুগল ক্ষণিক হতো বাক হারা!

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৬/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন