বিষম ফের (গীতিকাব্য)
======================@@@
গায় ভোলা মন বিষম ফেরে
নেয় কে কালের দায়! -
সুবোধ যে তার শুকনো খালে
তক্তা হারা নায়।
তাল মিলে না তাল পুকুরে
ধনার টিনে মুড়ি,
দল না যেচে মাঠের কূলে
ছাদে উড়ে ঘুড়ি।
রীতি খোয়ে শ্যামলা প্রীতি
টলে নাঙা পায় -
সুবোধ যে তার শুকনো খালে
তক্তা হারা নায়।
দুধ কোথা পাই! ঘোষজা ভাবে
নয়ন দুটি বুজি,
তেল জোটে না তেলীর ভালে
কৃষাণ আলীর রুজি।
কৃতি বিনে মায়ের গীতি
নাম লিখেছে চা’য় -
সুবোধ যে তার শুকনো খালে
তক্তা হারা নায়।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৪/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন