বাস্তুহারা বোধ
=============================@@@

অনেক নক্ষত্র এই আকাশের বুকে
অবাক দাঁড়িয়ে আছে অপলকে সোজা রেখে কাঁদ,
বসেছে পাকুড় শাখে নীরদের আড়ে
উদোম গণিকা রূপী ভাষে-আশে পঞ্চমীর চাঁদ।

গোপনে কোথায় যায় বাদুড়ের দল?
সুফলা মাঠের পরে হয়তো বা ওই দূর গাঁয়,
যেখানে মৎস্য করে দিবা-নিশি খেলা
বর্ষায় আমন ক্ষেতে খরা এলে কলমির ছায়।

জেনে রেখো এ আমার বাংলার পালা,
চপলা দু’পায়ে থাকে এখানেই মেতে
দামাল ক্ষেতের বুকে ঢেউ হয়ে চির সুরবালা।

ঝোপের উদরে নাচে জোনাকির সারি
স্পষ্টত যায় না বোঝা কার হাতে বেহালার ছড়,
না পেয়ে সুরেলা গলা তবু মাতোয়ারা
প্রণয়ী তাড়নে গড়ে জমকালো ঝিঁঝিঁরা আসর।

এঁদো ডোবা থেকে তুলে ব্যাঙাচিরা গল,
শুনাবে বলেই আজ এই প্রকৃতিরে
মরমী অনেক গান সুর তালে ভীষণই অটল।

কি সব বলছি আমি কোনখানে ওরা!
কোথাও কিছুই নেই তবে কি এ গুমরানো ক্রোধ?
হয়তো দিয়েছে উঁকি হয়ে পথ ভোলা
ধুসর বিরানে তার ক্ষণকাল বাস্তুহারা বোধ।

=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন