বারেক তবু আসলে না!
============================@@@

মাকড় ভরা কলমি ঝাড়ে দোয়েল পেয়ে দিশে,
স্বপ্ন বুনে ধনুর মতন আমন ধানের শিষে।
নুঁইয়ে পড়া মাচার ফাঁকে
কোন সে আশায় শালিক ডাকে
মাছরাঙাটার স্তব্ধ আকাশ চিরে?
বারেক তবু আসলে না এই শ্যামল বাটে ফিরে!

সেই যে ঢালে দূর্বা ঘাসের দুষ্টু পেঁচক টুনি,
হরেক তালের নৃত্য শিখে মেঘের পালক গুণি।
রসিক বেজি সর্প সাজি
কতোই রচে ভেলকিবাজি
চাইলে কি রয় দৃষ্টি দড়ির গিরে!
বারেক তবু আসলে না এই শ্যামল বাটে ফিরে!

পৌঁছলে রোদের তেরছা কিরণ শঙ্খ চিলের ভালে,
দল বেঁধে কৈ খলশে পুঁটি বেড়ায় সবুজ খালে।
শাপলা ফুলের পাপড়ি টানি
বিদায় জানায় স্রোতের পানি
সখ্যতা কি যায় গো তাতে ছিঁড়ে!
বারেক তবু আসলে না এই শ্যামল বাটে ফিরে!

ভেলার মতো বদ্ধ নাড়ার হয়তো আয়ু নাশে,
মাটির সোঁদা গন্ধ ঝরে হংস দলের শ্বাসে।
জবান করে ফাঁদুর চুরি
কানা বগির ছল চাতুরী
বসলে সুরুজ হিজল গাছের শিরে -
বারেক তবু আসলে না এই শ্যামল বাটে ফিরে!

বাঁশির সুরে ছাগ গো মহিষ ছুটলে বাড়ির পানে,
হেমন্তের এই স্তব্ধ স্বরূপ গিট্টু বাড়ায় জানে।
স্মৃতির টানে মাটির বাতি
বক্ষে জ্বালে সাঁঝের খ্যাতি
’ভাববো না আর’ ভেঙে এহেন কিরে -
বারেক তবু আসলে না এই শ্যামল বাটে ফিরে!

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৯/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন