বঙ্গের নিশি
=========================@@@
আঁধার শরম লুটে দিবসের শেষে
চিলের সোনালী পাখ ঘেমে হলে ভারী -
তবে কি এ বঙ্গ কোন নারী?
নারীরই তো মেঘময় কেশ -
দেখতে তারেই এসে সুহাসিনী চান
রোপে চলে রূপালী আবেশ।
বলে বুঝি পেঁচকের গান -
বিটপীর ঘাড়ে আঁকা সিতারার সাড়া
আঁচলেরই চির আহবান।
ব্যাকুল দিবসে নয় -
রাত্রির কোমলে শুধু জাগে এই সাজ,
নইলে কি সুরে হতো বহতার বুক
নিশুতিতে শানিত এস্রাজ!
হে বঙ্গের ভূমি
জেনে গেছি তুমি
নোলকে-অলকে এক কুটিরের অষ্টাদশী নারী,
সরস অধরে যার ফসলের ডাক
মায়াবী দু’আঁখি মানে শিশিরের হিমে বাঁধা আড়ি।
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৪/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন