মস্ত কোলা ব্যাঙ,
শুয়ে ছিলো ডোবার ধারে
উর্ধ্বে তুলে ঠ্যাঙ।

বললো ডেকে টুনি,
: দাও তো ভায়া টাটকা খবর
  থাকলে জমা শুনি!

: বসেই সে কয় সেই যে সাথী
  কাজলা বিলের পুঁটি!

: নিত্যি খেতো কাদা?

: ধ্যাত্তেরী ছাই এথাই ইতি
  দিলি কেন বাধা!