বান্দার বন্দে
======================@@@

বিরানের বাণী ব্যাকরণে বেলে
বাঁচাতে বাঁ বান্দারে,
বিকেলে বসলে বকুলের বাসে
বহ্নির বেণী বাড়ে।

বাঞ্ছার বুকে বুড়ো বিশ্বাস
বাছে বুঝি বনিবনা,
ব্যাকুলতা বাঁধে বিগত বাসরে
বরিষণে বন্দনা।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
17/03/2024ইং।





@বোরহানুল ইসলাম লিটন