বাঞ্ছা রেখো (অণু)
======================@@@

জাগলে কারো
   সার্বজনীন প্রীতি
      সঙ্গোপনে
         নিত্য শ’ ক্রোধ মেরে,

বাঞ্ছা রেখো
   হোক না যেমন ক্ষিতি
      উঠছে বুকে
         মহামানব বেড়ে!

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০১/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন