বাদলা দিনে
===========================@@@

রিম ঝিমা ঝিম বৃষ্টি নেমে নাচলে মাচার তলে -
দেখেই এ মন ক্যান ছুটে যায়
ফসল ঘেরা ছোট্ট সে গাঁয়
বকতো যেথা মেঘ ঠেলে মা আয় ঘরে আয় বলে?

খুব টানে আজ মিস্ত্রী দাদুর কিচ্ছা ধাঁধা উড়ি!
ঘ্রাণ পেলে নাক তেলের কড়া
কই মা ভাজে ডালের বড়া
এই তো এসে বলবে নে খা মসলা মাখা মুড়ি!

এহেন দিনে ঝুম ভেজা গায় ডাকতোই বাবা খোকা!
ব্যাকুল মনের শ’ ভাগ ত্যাগে
আর কি পাবো হাটের ব্যাগে
তিলের খাজা খাস্তা নাড়ু নির্জলা একরোখা!

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৬/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন