বাঁচতে দাও সেই পৃথিবীকে!
===========================@@@
আমি উপেক্ষা করি সভ্যতাকে -
চৌচির উদরের উপর বসে যে সভ্যতা
ম্যাগনেফাইং গ্লাস দিয়ে খুঁজে, হস্তরেখার গতিপথ।
আমি উপেক্ষা করি সভ্যতাকে -
কিঞ্চিত রস পাবার সখে যে সভ্যতা
ভেঁকু মেরে উৎপাটন করে, রীতিবাহি খেজুর বৃক্ষ।
আমি উপেক্ষা করি সভ্যতাকে -
জ্ঞানার্থীর স্কন্ধে চড়ে যে সভ্যতা
নির্দ্বিধায় ফেরি করে বেড়ায়, ‘লজ্জানাশা’ প্যাকেজ।
তোমরাও উপেক্ষা করো
দৃষ্টি ফিরিয়ে করো
ছোঁয়াচে করোনা ভেবেই করো
বাঁচিয়ে রাখতে শুধু সেই পৃথিবীকে -
যার প্রতিটি স্পন্দনই সুধা-সুরে গড়ে, নিশ্চিন্তে চেনা
পল্লী মায়ের সখ্যতা।
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন