আয়ুর ধারে (অণু)
====================@@@
থাক না জীবন দৈন্যে অতি
সখ্যে পেলে নিতুই জ্যোতি
রয় কি আয়ুর গণ্ডি!
তেমনি যদি হারায় আশা
খুঁজতে ও’ মন হয় সে’ ভাষা
ত্রিকালের ভূষণ্ডি।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন