কার লাগি তুই কাঁদিস মনা
'আর কি পাবো!' বলে?
ডাক এলে যে যেতেই হবে
পরপারে চলে।

যেতেই হবে সব ফেলে ধন
সখ্যতার এ' ধারা,
কেউ কি বুঝে হৃদের রোদন
বিদায় বেলার সাড়া!

আজ যা ভেবে পরম পুঁজি
খুঁজলি না রে শশী,
সাজবে না তো কাল তা পথে
অমানিশার মসি?