আস্থা রেখো!
======================@@@
অসীম আয়ুর আশা করো না কখনো
ভাবো মনে ধরণীতে র’বো যতোদিন,
সময় ফুরিয়ে যাবো হাতে হাত রেখে
বিধাতার পদে সঁপে যা কিছু রঙিন।
পাবেই অমার দেখা জীবনের শেষে
মাথার দু’পাশে যারই জেগে আছে কান,
অনেকে হলেও কাত সে’দিনের ঘোরে
তোমার আকাশে র’বে দ্বাদশীর চান।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন