আশা
======================@@@
জলধির আশা মাতাল লহরি
হৃদয়ের আশা প্রেম,
পরহিত চির প্রকৃতির আশা
শোভা বর্ধনে হেম।
রজনীর আশা চন্দ্র সিতারা
অলির রসালো হাড়ি,
জমিনের আশা ভেজা চুম্বন
সবুজ গাছের সারি।
প্রাণ বলিদান পুষ্পের আশা
তরুণের স্বীয় দেশ,
নীরদের আশা পানি সিঞ্চন
ঝাঁকায়ে ঝাঁকায়ে কেশ।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন