আর্জি (গীতিকাব্য)
======================@@@
দয়াল ----
অধীন রে দাও রহমতের প্রপাত -
আর্জি রাখি অধম এ দাস
আশায় সঁপে আঁত -
ফিরাইও না শীর্ণ দু’টি হাত!
পরের দুখে রাখলো যে জন বল -
বুক গো বেঁধো শীতল শ্বাসে
বিশ্বাসে অটল।
দুঃখ মেপে সমাদরে
হাঁটলো যে জন ভুখার তরে
তক্তে নিও রূপান্তরে ঘাত -
ফিরাইও না শীর্ণ দু’টি হাত!
দুখির দোরে ফেললো যেজন লোর -
সিদ্ধ করো সেজদা রুকু
আলোকিত গোর।
লজ্জা বা শীত নিবারণে
বস্ত্র দিলো যে গোপনে
অন্তে দিও তারে গো নাজাত -
ফিরাইও না শীর্ণ দু’টি হাত!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৬/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন