আর্জি আকুল (ছড়াক্কা ছন্দ)
===========================@@@

ভাবি যদি ‘ইহকাল তো শিক্ষালয়ের দিল!’
পাসের তরে নকল বাণী
চলছে না কি টানাটানি?
ফল না পেলে সাচ্চা খাঁটি
শিক্ষকের যে মূল্য মাটি!
চায় কে বলো হোক এ ধারার নিবন্ধন বাতিল!

হে দয়াময়! অধম এ দাস নয়তো জানো জ্ঞানী।
চাইলে মানি ঢের হবে ভুল
রাখছি তবু আর্জি আকুল,
জাগ্রত থাক কিংবা নিদে
দাও গেঁথে দাও সবার হৃদে,
রহম স্বরূপ গোর নরকের শঙ্কা ভীতি আনি!

শিক্ষালয়> সমগ্র দুনিয়া।
শিক্ষক> পথ প্রদর্শক (ধর্মীয়)।
===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
01/04/2024ইং।




@বোরহানুল ইসলাম লিটন