চায় কে থাকুক দেশদ্রোহী
স্বার্থবাদের পোক?
সত্য বা ন্যায় প্রতিষ্ঠাতে
আইন কঠোর হোক।

মান ও হুঁশেই বাঁধুক মানুষ
মানবতার দ্বার,
এমনি কি রয় প্রজ্বলিত
মৌলিক অধিকার!

এক পণে আজ চতুর্দিকে
আওয়াজ তোলো ভাই,
'জালিম শোষক ধর্ষকের স্থান
সোনার দেশে নাই!'