অনেক বছর গেলো!
===========================@@@

অনেক বছর গেলো দেখিনিকো তারে
গোলাপ ফুলের তরে করিনি এ’ প্রসারি দু’হাত,
নীরব দুপুরে এসে অপেক্ষার শ্বাস
নজরে আনেনি আর শালিকের গোপন আঁতাত।

অবাধ মাঠের সাড়া বিটপীর হাসি
এলেও জাগাতে দোলা ক্ষণকাল হৃদয়ের দ্বারে,
সহসা গগনে জমে একরোখা মেঘ
ব্যাকুলে উঠেছে মেতে আহত যা আশা সংহারে।

অনেক বছর গেলো দেখিনিকো তারে
পোয়াতি আমন ক্ষেতে লুকিয়ে শ’ হংসের আড়ি,
প্রবল বাদল স্নাত ঝলমলে বেলা
আঁকেনি বুকের পটে সযতনে বলাকার সারি।

নিজেকে শুধায় এই ক্রন্দিত পরাণ -
কতদিন শুনিনি সে’ বাতাসের গলে
সতেজ দূর্বার ক’টা ফড়িঙের অস্ফুট জবান?

হয়তো এভাবে ক্ষয়ে আরো চুপিসারে
অনেক বছর যাবে তেজবান সায়রের জলে,
কিঞ্চিত জানতে তবু পারবে না কেউ
ঘুমায়ে রইল এক সুধাকর তারই নিম্ন তলে।

===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৮/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন