অণুর তোড়া
======================@@@

(১) কার্তিকের স্রোত

যখন হারিয়ে যায় পেঁজা পেঁজা মেঘ
বলে না ক্ষণিক আর কাশফুল ‘কোথা হে শরৎ!’
তখনই নিরালে বসে আবদ্ধ নাড়ায়
বুকের ক্ষরণে গড়ে সে’ আবহ কার্তিকের স্রোত।


(২) নিশির শিশির

যারে ভেবে কাঁদে এই মন
সে যে ছিলো উতলা প্লাবন,
দিবসের বুকে ক্ষয়ে নীর
আজ চির নিশিরই শিশির।


(৩) খুঁজে ফিরি

যে পথে গোধূলি যায় বকের আহ্বানে
দিগন্তের পানে
ব্যাকুল অঘ্রানে,
সে’ পথেই খুঁজে ফিরি তারে
কলমির ক্ষয়িত জবানে।


(৪) এ সুখ তাদের নয়!

ফাগুনে আগুন জ্বলে বিটপীর গায়ে
তাপিত রোদেরও গায়ে জেগে উঠে প্রণয়ের শোর,
নিঝুম বিকেল পায় কোকিলের প্রাণ
এ সুখ তাদের নয় খুঁজে যারা মাঘে এ’ আদর।


(৫) খোঁজ

খুঁজতে পারি না পদধ্বনি
খুঁজতে পারি না তার গান,
খুঁজি তবু বাটে-ঘাটে ঘুরে
কাঁদে বলে খোঁজে এ’ পরাণ।

======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/১২/২০২৩ইং।





@বোরহানুল ইসলাম লিটন