মোহের গুঁতোয় অন্ধ যেজন
হোক সে দরে হেম বা খাক,
পৌঁছবে না তার কর্ণ মনে
জীবদ্দশায় গোরের ডাক।