রোজ কতো পণ বাঁধতো আশা বিলের প্রীতি মর্দনে,
দিগন্তে যায় সেই বকের দল ভাবি দেখে নির্জনে -
"দিক এ' মনে নিশির ক্ষুধা জোনাক ঝিঁঝিঁর খাস ধারা,
আঁকবো না আর নিঝুম আকাশ আঁকবো না আর শুকতারা!"