আমনের বান
============================@@@

গেছো তো নাড়ার তলে আপনারে ক্ষয়ে,
কার্তিকের স্রোত হয়ে -
আরো দূরে, বহুদূর যাও তুমি চলে!
হবো না আমন সেই ধান
খুঁজবো না খলবলে বান
উঠুক ষোড়শী মেঘ দোলে -
বিদায়ে, কি ছিলো পণ যদি পারো হেসে যেতে বলে!

============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০২/২০২৪ইং।




@বোরহানুল ইসলাম লিটন