আমিই দায়ী
====================@@@

আমিই দায়ী দোষ যে আমার
আমিই ভুগি ফাঁদে,
আমার ভুলে আজ এ ভূমি
স্বভাব খোয়ে কাঁদে!

লোভের বশে বন খেয়েছি
পক্ষী পশুর হৃদ
জলাঙ্গীর সঙ্গীত,
এমনি ধারা ছাদে
স্বভাব খোয়ে কাঁদে!

মাঠ খেয়েছি অদ্রি শত
রীতি নীতি অবিরত
থাকবো বলে চাঁদে -
আমিই ভুগি ফাঁদে!

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০৫/২০২৪ইং।





@বোরহানুল ইসলাম লিটন