আমি না হে পিচ্চি!
=========================@@@
সক্কালে চোখ মেলে চেয়ে দেখি দরজায়,
গিন্নীর ভাব বুঝি এই ঘাড় মটকায়!
কোন মতে হেসে বলি বিয়ে বার আজ কি?
ব্যাগ ছুঁড়ে শুরু করে মাছ এনো কাচকি।
গোটা গোটা ডাল নিবে মশুরীও দেশি বুট,
সালাদের শসা চাই দু’পদের বিস্কুট।
রুই শোল লাগবেই দেখে নিও মাংস,
মুরগীর পাখা ধরো ঝুলাবে না হংস।
আদা জিরা মসলার ঘ্রাণ হবে একদম,
প্যাকেটের বাসমতি দই সাথে চমচম।
নুন ঝাল হলদির কথা মনে থাকবে!
ক্ষোভ খেদ চেপে বলি পিয়াজও কি লাগবে?
ফোঁস করে রেগে উঠে বলেছি কি চিনি দুধ,
এই নাও পাঁচ শত যতো সব অদ্ভুত!
বের হও ঘর থেকে! চা দেবে না? দিচ্ছি!
তক্ষনি এক দৌড় আমি না হে পিচ্চি!
#শুধুই মজা করার তরে কবিতাটি লেখা!#
=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/১২/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন