একদিন সকলিরই হয় অবসান
আমনের ধান -
সেই যে হারানো ডাক পত্র,
রজনীতে ঝরে নামে
অভ্রর বাসর ফেলে সেজে নিতি বিরহী নক্ষত্র।
কাজলা বিলের জেদি পানি,
ক্রন্দনে মেঘের ক্ষয় ক্ষীণ হাতছানি।

দেখেছি পুবাল বায়ু
দেখেছি জোয়ার ভাটা স্বপ্ন রেখে শরতের কাশে,
মিশে যেতে হলদেটে ঘাসে।
ক্ষিতিরই দিগন্ত -
পুকুরের পাড়ে এক পুষ্প হারা গোরস্থ বসন্ত।

দুয়ারে থাকে না কেউ
শাশ্বত কে!
ফিরে নাকো আমি দেখি তবু রলে ঘুমি,
সুপ্রভাতে
কিংবা গভীর রাতে
ঘুরছে চপলা পায়ে পল্লীবাহী সেই জন্মভূমি!