আমার তাতে কি!
============================@@@
অন্যে কি চায় কে কি খেলো আমার তাতে কি!
পাচ্ছি তো বেশ পেলেই হলো পান্তা ভাতেও ঘি!
মরুক রা কাল পথ্য বিনে
কোম্পানী স্টক করবো কিনে
আপনা কে সে? ডাকবে যেজন রোজ জী হুজুর জী!
অন্যে কি চায় কে কি খেলো আমার তাতে কি!
তাগড়া আয়ুর চামড়া খাবো সুস্থ স্রোতের ব্রেন,
সেতু-হেতু স্লিপার খাবো যাক না থেমে ট্রেন!
বাতাস খাবো হিম যা পানি
আকাশ খাবো নয় ছ আনি
অন্ধ হবে পাক প্রকৃতি? তুচ্ছ এ বাক ফ্রি!
অন্যে কি চায় কে কি খেলো আমার তাতে কি!
মান যা কেড়ে কর্ম খাবো ভূম যা করে জুস,
রীতি নীতির হাত পা খাবো গো-গেরাসে ঘুষ!
বস্তা খাবো সস্তা দরে
হালাল হারাম খোঁজ না করে
বঙ্গবন্ধুর স্বপ্ন কি ধন? ভাবতে কে চায় ছি!
অন্যে কি চায় কে কি খেলো আমার তাতে কি!
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
08/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন