আজো চেয়ে ফিরি!
======================@@@
প্রকৃতির খাঁজে খাঁজে,
শ্যামলা সখীরে আজো চেয়ে ফিরি
স্মৃতি সঁপে এস্রাজে।
স্নিগ্ধ গগনে থোকা থোকা মেঘ
গড়লে চিলের দেশ,
ভাবি সে আসবে চেনা মেঠো পথে
ছড়ায়ে দীঘল কেশ।
বাঁকা চাহনিতে ফসলের মাঠ
দেখবে লাজুক হাসি,
নাচবে শালিক টুনি টিয়ে ঘুঘু
সুরে হয়ে উচ্ছ্বাসী।
গোধূলি বেলার তান,
নিভৃতে ঢুকে কাড়বে ও’ হৃদে
র’লে কিছু অভিমান।
প্রণয়ের ডোরে বেঁধে দু’জনারে
রাখালি বাঁশির সুর,
সহসা আনবে পুষ্পের ঘ্রাণ
সমীরণে সুমধুর।
রাঙা রবি বসে পাকুড়ের ঘাড়ে
বলবে বিদায়ে কানে,
এতো দল বেঁধে বলাকারা চলে
কোন সুদূরের পানে!
মাটির গন্ধে মেতে,
চলবো দু’জনা তবু পাশাপাশি
আপনার করে পেতে।
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন