আজ এ' ধারা বড়ই জটিল
সুর রেখে তার নির্বাসনে,
গর্বে খুঁজে তাল হারা গীত
ছন্দনাশা বিজ্ঞাপনে!