আজব সে তো আমি!
====================@@@
নিজের বুকে বাস করি ভাই
আর কে হৃদয়যামী!
হেম ফেলে রোজ তাম্র তুলি
জেনেই মেনে দামি।
সুখের আশায় দুঃখ কিনে
ভাণ্ডে রাখি রাত্রি-দিনে
মান ধী বেচে ভবের হাটে
গর্বে সেজে নামি।
কও এ’ ধরা স্বপ্নপুরী?
আজব সে তো আমি!
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৭/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন