আজব, নয় ভুল!
======================@@@
আজব হলেও কেউ ভেবো না ভুল -
নয় চেনা এক বন্ধ্যা বাঁদর
খায় যা ঘাড়ের চুল।
উকুন বাছার ছলনাতে
মারেই চাঁটি দিনে রাতে
ভাবছি তবু রোজ করে আঁতাত -
বেশ তো আছি হয় না বলে
সইতে ঘা উৎপাত!
তপ্ত ভালে বাস গড়ে এক কাক -
’খুব প্রিয় সই সভ্য বাঁদর’
টানতে বলে নাক।
ক্যামনে থাকে সুস্থ ধী দম!
তারেও দিয়ে অগত্যা ক্ষম
বলতে রাখি হিপ পকেটে হাত -
বেশ তো আছি হয় না বলে
সইতে ঘা উৎপাত!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
21/03/2024ইং।
@বোরহানুল ইসলাম লিটন