আজ এই পৃথিবীর পর -
ব্যাপক বেড়েছে অর্থ ধনের কদর।
শিক্ষা ও জ্ঞানের জ্যোতি চির চেনা বল,
পিতলের সাথে সোনা করছে বদল।
হারায়ে ধনের ভাঁড় হয়েছে সে' ঘিলু,
দেলবর নাম ক্ষয়ে দিলু।

আজ এই পৃথিবীর পর -
অর্থ ও ধনের বাগে ফুটে ফুল সরস অধর।
ভীতি আর রীতি -
আসনের খ্যাতি মেপে রচে গীতি-প্রীতি।
পেলে প্রিজে মাঠা -
বিড়ালও রাখে না মনে কে পালক কেন দিতো কাঁটা।

আজ এই পৃথিবীর পর -
অর্থ আর ধন বিনে অচলই নজর।
দেখে ফাটা রুটি -
নয়কো কুঁড়েরে শুধু, চড়ুইয়ের দল
যেচেই দিয়েছে যতো অভাগিনী ফেলানির ছুটি।
অথচ গরুর বাঁট সাজাতে যা তিন,
বোদ্ধার সমিতি দেয়
বাজিতে জিততে নিতি জুয়াড়িরে শর্তহীন ঋণ।